ডেস্ক রিপোর্ট : যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে তিনজন নারী ও দুই পুরুষ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে সীমানে-র ১৭/৭ এস এর ২২ আর পিলারের কাছ থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত ঝড়ু বিশ্বাসের ছেলে মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আলতি বুরুজবাড়িয়া গ্রামের এলামুল শেখের ছেলে আকাশ হোসেন (২৩), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মত্তগ্রামের জালাল মোল্লার ছেলে সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকার মিরপুর এলাকার পশ্চিম সেনপাড়ার হুমায়ুন তালুকদারের রোজিনা খানম (২৮) ও যশোরের শার্শা উপজেলার ভবারবেড় গ্রামের তোতা মিয়ার মিয়ার সুফিয়া বেগম রিনা (৪৬)।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন কায়বা সীমান্ত দিয়ে নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে। এমন সংবাদে কায়বা বিওপি বিজিবির একটি দল ওই সীমান- এলাকায় অবস্থান নেয়। এসময় ৫ জন নারী-পুরুষ অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় তাদেরকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।