পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা পুলিশ লাইন্সের পুরাতন ও ঝুঁকিপূর্ণ তিনতলা বিশিষ্ট ফোর্স ব্যারাক ভবনের পূর্ণাঙ্গ সংস্কার কাজের উদ্বোধন করেছেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই সংস্কার কাজের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “সংস্কার কাজ শেষ হলে পুলিশ সদস্যদের জন্য নিরাপদ ও আধুনিক আবাসনের ব্যবস্থা হবে। এতে তারা বসবাসে স্বস্তি পাবেন এবং দায়িত্ব পালনে আরও উদ্যমী হবেন।” ১৯৯০ সালে নির্মিত এ ভবনে প্রায় ৩০০ জন ফোর্স (পুরুষ) বসবাস করে আসছেন। দীর্ঘদিন ব্যবহার উপযোগিতা হারানোয় ভবনটি সংস্কারের দাবি ওঠে। সংস্কার কাজে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৯১ হাজার ৫৯২ টাকা।