ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ট্রাক চাপায় মাদরাসা ছাত্র মোস্তফা আল হাসান (১২) নিহত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯টার দিকে সরকারি মধুগ্রাম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদরাসা ছাত্র ডুমুরিয়া উপজেলার শাহপুর গ্রামের আল আমিন গাজীর ছেলে এবং মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সাড়ে ৯টার দিকে মোস্তফা আল হাসান সাইকেল চালিয়ে মাদরাসায় যাচ্ছিল। সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক (বগুড়া -১১-১১৫৭) মোস্তফাকে চাপা দেয়। ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে মাদরাসা ছাত্র মোস্তফা মারা যায়। উত্তেজিত জনতা ঘাতক ট্রাক হেলপারসহ আটক করে। চালক পালিয়ে যায়। রাস্তার যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহিব্বুর রহমান বলেন, গতকাল মাদরাসার আলিম শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান হওয়ার কথা। মাদরাসা ছাত্র মোস্তফা আকষ্মিক দুর্ঘটনায় মারা যাওয়ার কারণে শোক প্রকাশে মাদরাসার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা বলেন, মোস্তফা নামে একজন মাদরাসা ছাত্র ট্রাকের চাপায় মারা গেছে। জনগণ হেলপার এবং ট্রাক আটক করেছে। ড্রাইভার পালাতক রয়েছে। থানায় মামলা হবে।