তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীর বাল্যবিবাহ বন্ধে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। এ সময় মেয়ের পিতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়েছেন মেয়ের পিতা। রবিবার (১৪ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান উক্ত নিষেধাজ্ঞা জারি করেন। উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ২ বছরের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার, তালা সদর ইউনিয়নের মুড়াকলিয়া গ্রামের এক কিশোরীর (১৭) সাথে খুলনার পাইকগাছা উপজেলার হিতামপুর গ্রামের রবিবার এক কিশোরের (২০) সাথে বিয়ের আয়োজন চলছিল। উক্ত খবর শুনে বাল্যবিয়ে প্রতিরোধে ঘটনাস্থলে হাজির হন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নেতৃত্বে আলোয়া খাতুন, আসাদুজ্জামান, মোঃ শাহিন এবং তালা থানার এসআই তুষার কান্তিসহ পুলিশ সদস্যবৃন্দ। এদিকে রবিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীর বাল্যবিবাহ বন্ধে নিষেধাজ্ঞা জারি করেন। এ সময় মেয়ের পিতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়েছেন মেয়ের পিতা। উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ২ বছরের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়।