তালা প্রতিনিধি : তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজারে জামায়াতে ইসলামির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমিরা ইউনিয়ন জামায়াতের আমীর শিক্ষক বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জতউল্লাহ। সেক্রেটারি তরিকুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, প্রভাষক ইয়াসিন আলী প্রমুখ। সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জতউল্লাহ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামিকে ভোট দেওয়ার আহবান জানান এবং সকলের প্রতি তিনি শুভেচ্ছা বিনিময় করেন। অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরো বলেনম, চাঁদাবাজ, লুটতরাজকারীদের হাত থেকে সমাজকে মুক্ত করতে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করুন।