ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের কোটচাঁদপুরে একরাতে দুই কৃষকের গোয়াল থেকে ৫টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কাগমারী গ্রামে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী গরুর মালিক আলম হোসেন ও কলম মিয়া জানান, সোমবার রাতে তারা গোয়ালে গরু রেখে ঘুমাতে যান। আনুমানিক রাত ২টার দিকে হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙে যায়। সেসময় সংঘবদ্ধ চোরচক্র তাদের গোয়াল থেকে মোট ৫টি গরু পিকআপে করে নিয়ে চলে যায়। কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরচক্রের সদস্যদের আটকের জন্য পুলিশ কাজ করছে।