ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের মোরেলগঞ্জে ৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জামাই ও শাশুড়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধা ৭টার দিকে তেতুলবাড়িয়া গ্রাম থেকে পুলিশ আব্দুর রহিম বয়াতীর ছেলে গিয়াস উদ্দিন বয়াতী(৩২) ও আব্দুল হালিম বয়াতীর স্ত্রী নাজমা বেগমকে(৪৭) আটক করে। চাচাতো বোনকে বিয়ে করায় গিয়াস ও নাজমা বেগম একই বাড়ির বসিন্দা ও জামাই-শাশুড়ী সম্পর্ক। এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোমবার সন্ধা সাড়ে ৬টার দিকে নাজমা বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় গিয়াস বয়াতীও ওই ঘরে ছিলো। তাদের নিকট থেকে পুলিশ ৭পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।