সাতক্ষীরা প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা পর্যায়ে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন শ্যামনগর উপজেলার সহকারী শিক্ষক আমিনুর রহমান। উপজেলা সদরের ১৩নং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে তিনি কর্মরত আছেন। তিনি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওলভাঙ্গি গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম আতিয়ার রহমানের পুত্র।
শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা বিজ্ঞান বিষয়ে অনার্স, মাস্টার্স সমাপ্ত করেছেন। জানা যায় শিক্ষা জীবনে তিনি সকল শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছেন। গুণী শিক্ষক বাছাই-২০২৫এ ১০০ নম্বরের বিভিন্ন প্রশ্ন পত্রের মধ্যে তিনি ৯৪ নম্বর পেয়েছেন।
তিনি ২০১৪ সালের ২৬ নভেম্বর গাবুরা ইউপির ৫১ নং জেলিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবনের প্রথম শুরু করেন। পরবর্তীতে বদলী হয়ে ২০১৬ সালের ১এপ্রিল ১৩নং হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে অদ্যাবধী কর্মরত আছেন।
তিনি কাব স্কাউট ইউনিট লিডার, কোভিডকালিন সময়ে বাংলা বিষয়ে মাস্টার ট্রেনার মূল্যায়ন বিষয়ে, ডিজিটাল কন্টেন তৈরী করেন, মুক্ত পাঠের প্রশিক্ষণার্থী, শিক্ষক বাতায়নের কন্টেন ক্রিয়েটার। এছাড়া সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন। আমিনুর রহমান জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রণী খাতুন, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলুসহ অন্যান্য অভিনন্দন জ্ঞাপন করেছেন।