ডেস্ক রিপোর্ট : নগরীর খুলনা সদর থানাধীন নতুন বাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ আলাউদ্দিন গোলদার (৩৭) নামে এক মুরগি বিক্রেতার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি বাগেরহাট জেলার রসুলপুর রাখালদাসি এলাকার জনৈক অজীত গোলদারের ছেলে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সকাল সাড়ে ৮ টার পরে বাজারের জনৈক মাহফুজের মুরগির দোকানে আলাউদ্দীন বৈদ্যুতিক মেশিনে জবাই করা মুরগির পশম ছাড়াচ্ছিলেন। তখন তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জ্ঞান হারান। দোকানের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুলনা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহজাহান আহমেদ বলেন, মরদেহ মর্গে রয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।