ডেস্ক রিপোর্ট : নগরীর খুলনা সদর থানাধীন পুরনো রেল স্টেশন এলাকায় সন্ত্রাসীরা মোঃ হাবিব শেখ (৩২) নামে একজনকে ধাঁরালো অস্ত্রাঘাতে গুরুতর জখম করেছে। শুক্রবার ভোর রাতে এ অঘটন ঘটেছে। ভিকটিম এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে কেএমপির এক কর্মকর্তা জানান, পুরনো রেলস্টেশনের আশ-পাশে প্রায়ই লোহা ও তামা চুরি হয়। সেই চোরাই মালামাল ও অপরাধের সাথে জড়িদের ব্যাপারে হাবিব পুলিশের কাছে তথ্য দেয়। এর জের ধরে কথা কাটাকাটির পর ওই এলাকার একটি ফুল বাগানের মধ্যে সন্ত্রাসীরা তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার আর্ত চিৎকারে আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি হাসপাতালের সার্জারি-২ বিভাগের (১১-১২) নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। সূত্র জানান, আহত যুবকের দুই হাটুতে ও গোড়ালিতে, মাথার ডান পাশে, এবং বাম হাতে জখম হয়েছে। খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসিন বলেন, ওই যবককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যদিও চোরাই মালামাল সংক্রান্ত তথ্য নিয়ে কোনো ঘটনা সম্পর্কে তিনি অবহিত ছিলেন না বলে জানিয়েছেন।