ডেস্ক রিপোর্ট : ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান ৫২ বছর বয়সী এই গায়ক। দেশটিতে মূলত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন তিনি। কাজের ফাঁকে স্কুবা ডাইভিং করতে গিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
এ নিয়ে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল ইভেন্টের উদ্যোক্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি এফআইআর (মামলা) দায়ের করেছেন এক আইনজীবী।
অভিযোগে বলা হয়েছে, উৎসবের উদ্যোক্তা শ্যামকানু মহন্ত যথাযথ নিরাপত্তা ও পরিকাঠামো নিশ্চিত না করেই জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে যান। সেই অবহেলাতেই গায়কের মৃত্যু হয়েছে। সঙ্গে ইভেন্ট ম্যানেজারের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল জুবিন গার্গের। তবে আগের দিন ডাইভিং করার সময় পানিতে ডুবে শ্বাসকষ্টের শিকার হন জুবিন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও প্রাথমিকভাবে ডুবে শ্বাসকষ্টের কথাই জানা গেছে।
২০২২ সালে ভারতীয় গায়ক কেকের (কৃষ্ণকুমার কুন্নাথ) মৃত্যুর ঘটনাতেও অনুষ্ঠানের আয়োজকদের অবহেলার অভিযোগ উঠেছিল। জুবিন গার্গের মৃত্যু সেই বিতর্ককেই নতুন করে সামনে আনল।