ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে এ বিস্ফোরণের পর গ্রিড স্টেশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তেই পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সৌভাগ্যজনকভাবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। গ্রিড স্টেশনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, বিস্ফোরণের পরপরই জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মকর্তারা জরুরি তৎপরতা চালান। অবশেষে দুপুর ১টা ৩০ মিনিটে বিকল্প লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে চালু করা সম্ভব হয়। এদিকে গ্রিড স্টেশনটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।