সাতক্ষীরা প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়নে ৭০টি দুর্গাপূজা মন্ডপে প্রতিমা তৈরি ও সাজ সজ্জায় শেষ মুহূর্তে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রঙ-ঢঙে। দরজায় কড়া নাড়ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্ম মতে এ বছর দেবী দূর্গা আসছে ঘোটকে চড়ে এবং প্রস্থান করবে ঘোটকে চড়ে। উপজেলার কয়েকটি পুজা মন্ডপ ঘুরে দেখা যায়, মৃৎশিল্পীরা তাদের মনের মধ্যে লুকায়িত মাধুর্য্য দিয়ে সেরা সৈল্পিক দক্ষতায় সুনিপূণ কারুকার্যে উদ্ভাসিত করে তুলেছে দেবী দূর্গার মমতাময়ী রুপ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে উপজেলার ১২টি ইউনিয়নে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মাটির কাজ শেষ করে এখন চলছে সাজসজ্জার কাজ। রঙের আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রঙ-ঢঙে। পূজা ঘনিয়ে আসায় এখন রাত দিন ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা।উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল জানান, এবার উপজেলার ১২টি ইউনিয়নে ৭০টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সরকারি সকল নিয়ম মেনে আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপনের সব প্রস্তুতি নিয়েছে পূজা উদযাপন পরিষদ। ইতোমধ্যেই বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারি নির্দেশনা মেনে পূজার আয়োজন করতে বলা হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে দেবীর অর্ঘ্য নিবেদনের জন্য সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ধর্ম যার যার উৎসব সবার। এই উৎসবে প্রশাসন ও এলাকার সর্বস্তরের মানুষের সর্বাত্বক সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপুজা সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হবে বলে আশা করছি। থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ দৈনিক দৃষ্টিপাতকে জানান, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন শারদীয়া দুর্গাপূজা। এই সম্প্রীতি বজায় রাখতে প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ আনসার ভিডিপি সহ সকল বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সেইসঙ্গে এখন যে সব পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে সেসকল স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। উৎসব মুখর পরিবেশে শ্যামনগর উপজেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা বাহিনী সর্বক্ষণিক আপনাদের সাথে আছে। তিনি বাঙালির উৎসব শারদীয় দূর্গা পূজা সুন্দরভাবে উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য গত ১৪ অক্টোবর শনিবার দেবীপক্ষের আগমন মহালয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে দুর্গাপূজার। আগামী ২০ অক্টোবর ষষ্ঠীতে দশভূজা দেবী দূর্গার সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসনের মাধ্যমে উপজেলা ব্যাপি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করবে উৎসবের আমেজ। উচু নিচু ধনী গরিব ভেদাভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষকে একত্র করে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে ঢাক-ঢোল, কাশা-বাশির আওয়াজে আনন্দঘন পরিবেশে ৫দিন ব্যাপি পালিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উৎসব। ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।এরমধ্য শ্যামনগর উপজেলার কাশিমাড় ইউনিয়নে দুটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এর মাধ্য,শংকর কাটি সার্বজনীন পূজা মন্ডপ ও খুটিকাটা সর্বজনীন পূজা মন্ডপ। শ্যামনগর সদর ইউনিয়ন ও পৌরসভার মধ্যে 15 টি স্থানে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে কাসড়া হাটি সার্বজনীন পূজা মন্ডপ
শ্যামনগর বল্লভপুর সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ। হাট ছোলা দেওয়াল সার্বজারের সার্বজন দুর্গাপূজা মণ্ডপ। চিংড়িখালি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। নকিপুর হরিতলা সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। মিঠা চন্ডিপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। নকিপুর ব্রাহ্মমান পাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। উত্তর চন্ডিপুর সার্বজনীন দুর্গাপূজা মন্দির। মধ্য চন্ডিপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। ফুলবাড়ী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। নকিপুর জমিদার বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। গোপালপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। নকিপুর এস বিবি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। চন্ডিপুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। গোপালপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। উপজেলার নূরনগর ইউনিয়নে তিনটি স্থানে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এর মাধ্য নুর নগর কায়েত বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির। নুর নগর বাজার সার্বজনীন দূর্গা মন্দির। দুরুজ খালি সার্বজনীন দুর্গ মন্দির। উপজেলা কৈখালী ইউনিয়নে পাঁচটি স্থানে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এর মধ্যে কৈখালী শৈলখালী সার্বজনীন পূজা মন্ডপ। শৈলখালী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। মধ্য পরানপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। পূর্ব পরানপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। কৈখালী নিদয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। উপজেলার রমজান নগর ইউনিয়নে সাতটি স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে সোনাখালি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। সোনাখালি ঠাকুর বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। রমজান নগর কেন্দ্রীয় সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। ভেটখালী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। ভেটখালী পূর্ব পাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। রমজান নগর কালেন্সিসার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। রমজান নগর নতুন ঘেরি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে দশটি স্থানে দূর্গা পূজা উদযাপিত হচ্ছে এর মধ্যে জেলেখালি সুদীপ্ত সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্দির। হরিনগর সার্বজনীন দুর্গাপূজা মন্দির। ধানখালী সার্বজনীন দুর্গাপূজা মন্দির। মধ্য কুলতলী সার্বজনীন দুর্গাপূজা মন্দির। পূর্বকালিনগর মালঞ্চ ক্লাবে সার্বজনীন দুর্গাপূজা মন্দির। পূর্বকালীনগর সরদার পাড়া সরকারি।প্রাথমিক বিদ্যালয় মাঠে সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ। মুন্সিগঞ্জ ধানখালী বলরাম প্রফেসারের বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। মীর গান সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। মুন্সিগঞ্জ জেলেখালি রানীর গ্যারেজ সার্বজনীন দূর্গা মন্দির। উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে চারটি স্থানে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এর মধ্যে ধমঘাট শিলতালা সার্বজনীন দুর্গাপূজা মন্দির। ধমঘাট হাসার চক সার্বজনীন দুর্গাপূজা মন্দির। ধমঘাট চরার শখ সার্বজনীন দুর্গাপূজা মন্দির। ধমঘাট শীলতলা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ। এছাড়া শ্যামনগর উপজেলার বুড়িগাওয়ালী ইউনিয়নে নয়টি স্থানে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এর মধ্যে আবাদ চন্ডিপুর সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। আরবাঙ্গাসিয়া মিস্ত্রি বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। দুর্গাপার্টি সাইক্লোন সেন্টার সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ। পূর্ব দূর্গা পার্টি সার্বজনীন দুর্গাপূজা মন্দির। বুড়ি গোয়ালিনী দুর্গা পাঠি রাস মন্দির সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। পশ্চিম পড়া কাটলা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ। ভামিয়া পড়া কাটলা সার্বজনীন দুর্গাপূজা মন্দির। বুড়িগালেনি তালবাড়িয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। পূর্ব দুর্গাপাতি সার্বজনীন দুর্গাপূজা মন্দির। এছাড়া শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে এগারটি স্থানে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এর মধ্যে নওয়াবেকি বড় কুফঠসার্বজনীন দূর্গা মন্দির। দক্ষিণ আটুলিয়া আদৌ
মন্ডলের বাড়ি, সার্বজনীন দূর্গা মন্দির। দক্ষিণ পশ্চিম আটলিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। বড় কুপোট দয়াল চাঁদ সেবাশ্রম সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। পশ্চিম আটুলিয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। দক্ষিণ বড় কুপোট সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির। দক্ষিণ বড় কূপট সার্বজনীন রাধা কৃষ্ণ মিলন মন্দির। বয়ার সিং সার্বজনীন পূর্বপাড়া দূর্গা মন্দির। বয়ার সিং বিশ্বাস বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির। বয়ার সিং সার্বজনীন মহামায়া শ্রীশ্রী ও কালিমাতা দুর্গা মন্দির। বড় কুপট রপ্তান বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ। উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে দুটি স্থানে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এর মধ্যে ঝাপা সার্বজনীন দুর্গাপূজা মন্দির। কামালকাঠি সার্বজনীন দুর্গাপূজা মন্দির। এছাড়া সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন নামের গাবুরা ইউনিয়নে দুটি স্থানে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে তার মধ্যে রয়েছে জেলিয়াখালি সার্বজনীন দুর্গ মন্দির ও কালিবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন এই প্রতিবেদককে বলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগর উপজেলা বারোটি ইউনিয়নে ৭০ টি পূজা মন্ডপে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটা দুর্গাপূজা মন্ডপে সিসি ক্যামেরা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোন প্রকার আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে কেউ না পারে সেজন্য প্রশাসন সব সময় সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজা মন্ডপে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে শ্যামনগর উপজেলার ৭০ টি পূজা মন্ডপে ৩৫ মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে।
শ্যামনগর থানার অফিসার্স ইনচার্জ মোঃ হুমায়ুন কোবির মোল্লার সাথে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কথা হয় এই প্রতিবেদকের তিনি বলেন আসন্ন দূর্গা পূজা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষা স্বার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিটি পূজা মন্ডপের কমিটির কাছে আইন শৃঙ্খলা অমান্যকারীদের তালিকা চাওয়াহয়েছে তাদেরকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে রাখবে কোন প্রকার আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তার পরিণাম হবে ভয়াবহ।