1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

ইভলভ প্রকল্পের সমাপ্তি ঘোষনায় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনা ও বাগেরহাট জেলার দূর্যোগ আত্রান্ত ২৮টি ইউনিয়নে বাস্তবায়িত হওয়া বেসরকারি এনজিও সিএনআরএস‘র ইভলভ প্রকল্পের সমাপ্তি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশের আর্থিক এবং ডর্প ও সিএনআরএস‘র বাস্তবায়নে এ প্রকল্প সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ঢাকার গুলশান-২ এ লেকশোর হোটেলের ইকেবানা হলে অনুষ্ঠিত এ প্রকল্পের সমাপ্তি ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএনআরএস‘র নির্বাহী পরিচালক এম মোকলেচুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এনজিও বিষয়ক ব্যুরো (এনজিওএবি) পরিচালক মোঃ আনোয়ার হোসেন। স্বাগত বক্তৃতা করেন হেলভেটাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত কুমার ভার্মা। বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউরোপীয় ইউনিয়নের ইনক্লুসিভ গভর্নেন্স টিম লিডার এনারিকো লরেনজন। এসময়ে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি, উন্নয়ন সহযোগি, বিভিন্ন মন্ত্রালয়ের সরকারি কর্মকর্তাগণ এবং এনজিও-আইএনজিও প্রতিনিধিরা। প্রধান অতিথি বক্তৃতায় বলেন স্থানীয় পর্যায়ে পরিবর্তন তখনই সম্ভব যখন তৃণমূলের মানুষ সচেতন এবং সক্ষম হয়। ইভলভ প্রকল্পটি কমিউনিটির কণ্ঠস্বরকে স্থানীয় শাসন ব্যাবস্থায় প্রভাবিত করতে সক্ষম হয়েছে এবং এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো টেকসই উন্নয়নের জন্য এই ধরনের প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ। ইভলভ প্রকল্প নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের মাধ্যমে সিএসও ও সিবিও সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করেছে। যার ফলে তারা স্থানীয় সরকারের সাথে কার্যকরভাবে অংশীদারিত্ব গড়ে তুলতে পেরেছেন। তাদের ধারাবাহিক প্রচেষ্টায় ইউনিয়ন পরিষদগুলো এখন নিয়মিত ওয়ার্ড সভা ও উন্মুক্ত বাজেট সভার আয়োজন করছে। এসব উদ্যোগের ফলে ইউনিয়নের বাজেট এখন খাতভিত্তিক, জলবায়ু সহনশীল ও লিঙ্গ-সংবেদনশীল হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট