দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো.আলী আকবর খানকে অব্যাহতি দিয়েছে উপজেলা শ্রমিক দলের আহবায়ক ও সদস্য সচিব। উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। জানা যায়,উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো.আলী আকবর খান দলীয় পদ-পদবী ব্যবহার করে বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদা দাবি এবং জমি দখলের অভিযোগ উঠেছে। উক্ত অভিযোগের বিষয় উপজেলা শ্রমিক দলের দৃষ্টিগোচর হলে সাংগঠনিক বিধান অনুসারে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা শ্রমিক দলের আহবায়ক অলিউল ইসলাম ও সদস্য সচিব মো.কাওছাল খান রিকোজ’র স্বাক্ষরিত চিঠিতে উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি পদ হতে মো. আলী আকবর খানকে অব্যাহতি প্রদান করা হয়। চিঠিতে আরো বলা হয় উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের উক্ত ব্যক্তির সাথে সাংগঠনিক কোন কর্যক্রম না করার জন্য অনুরোধ জানানো হয়। এই বিষয়ে মো.আলী আকবর খান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। যার কোন সত্যতা নেই। কিছু লোক আমার প্রতি আক্রমনবসত উপজেলা শ্রমিক দলের আহবায়ক ও সদস্য সচিবকে ভুল বুজিয়েছে। অব্যাহতির কাগজ এখনও পাইনি। কাগজ হাতে পেলে সাংগঠনিক ভাবে মোকাবেলা করবো। উপজেলা শ্রমিক দলের আহবায়ক ও সদস্য সচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক দলে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, ভুমিদস্যুর স্থান নেই। তাই উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. আলী আকবর খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের প্রমান পাওয়ায় উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।