প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১:১৩ অপরাহ্ণ
যশোর শিক্ষাবোর্ডে ভেন্যুকেন্দ্র বাতিল
যশোর প্রতিনিধি : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষার সব ভেন্যুকেন্দ্র বাতিল করেছে। এখন থেকে কোনো কেন্দ্রে স্থান সংকুলান না হলে ভেন্যুকেন্দ্রের পরিবর্তে শিক্ষার্থীদের নিকটবর্তী মূল কেন্দ্রে যুক্ত করা হবে।
সূত্র জানায়, খুলনা বিভাগের ১০ জেলায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে ২৯৯টি। এর মধ্যে স্থান সংকুলান না হলে অতিরিক্ত প্রতিষ্ঠানকে ভেন্যুকেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে বোর্ডের অধীনে এমন ভেন্যুকেন্দ্রের সংখ্যা ছিল ১৪০টি। দীর্ঘদিন ধরে এসব ভেন্যুকেন্দ্রে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ থাকায় বোর্ড এ সিদ্ধান্ত নেয়। গত ১ সেপ্টেম্বর এ সংক্রান্ত চিঠি জারি করে কর্তৃপক্ষ।
যশোর সদর উপজেলার খাজুরা এন.এম. মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নূরুন্নাহার বলেন,বোর্ডের নির্দেশনা পেয়ে তাদের কেন্দ্র পার্শ্ববর্তী নিউটাউন বালিকা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করার প্রস্তাব বোর্ডে পাঠানো হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.মো. আব্দুল মতিন জানান, যেসব প্রতিষ্ঠান ভেন্যুকেন্দ্র করে নিজেদের শিক্ষার্থীদের পরীক্ষা নিত, তাদের এখন নিকটস্থ মূল কেন্দ্রে যুক্ত হতে হবে। এজন্য ২০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে আবেদন জানাতে বলা হয়।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শেখ আমিনুল ইসলাম জানান, ইতোমধ্যে ৯৫ শতাংশ কেন্দ্র বোর্ডকে অবহিত করেছে। বাকি কেন্দ্রগুলোকে বোর্ড স্বয়ংক্রিয়ভাবে পার্শ্ববর্তী মূল কেন্দ্রের সঙ্গে যুক্ত করে দেবে। এখন থেকে আর কোনো ভেন্যুকেন্দ্র থাকবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত