তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় স্ট্রোক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) ও স্কয়ার ফার্মেসি। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিপ্লব কুমার দাস এবং ডা. নাজমুল হুসাইন। সভায় সভাপতিত্ব করেন সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টা নির্বাহী পরিচালক সেখ ইয়াকুব আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, সাস-এর এডমিন অফিসার সাইফুল ইসলাম, প্রকল্পের সমন্বয়কারী খান শাহ আলম, সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম, স্মার্ট প্রজেক্ট এডমিন আবু সাইদ, শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা স্ট্রোকের কারণ, প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।