যশোর প্রতিনিধি : যশোরে মায়ের অসুস্থতার কথা বলে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়া এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। একই সাথে উদ্ধার করেছে এফ জেড মোটরসাইকেলটিও। আটক আল-আমিন বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তবে, তার সহযোগি রিমন হোসেন আত্মগোপনে রয়েছেন।
ডিবি জানায়, ২ আগস্ট আলআমিন ও রিমন এক যুবকের কাছথেকে গরীবশাহ রোড থেকে বলেন, রিমনের মা অসুস্থ্য দ্রুত যেতে হবে। এরপর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত দেবে আশ্বাস দেন। এজন্য আরও ১০ হাজার টাকা হাতিয়ে নেন। এরপর থেকে দুজনেই গাঁ ঢাকা দেন। পরে ডিবির কাছে অভিযোগ দিলে ডিবি মজিদকে আটক করে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের ওসি মনজুরুল হক ভূঁঞা।