তালা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন চার নেতৃবৃন্দ। এদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচক বিষয়ক সম্পাদক, দিনকালের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলাম এবং দৈনিক আমাদের সময়ের সাংবাদিক আরিফুজ্জামান মামুন। তবে মনোনয়ন দৌঁড়ে হাবিবুল ইসলাম হাবিব সবচেয়ে এগিয়ে আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে সচেষ্ট হচ্ছেন। আসনটিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। এ কারণে মনোনয়ন পাওয়া প্রার্থীর জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে গুরুত্ব পাচ্ছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনে শক্তিশালী প্রার্থী মনোনয়ন দিলে তালা-কলারোয়া আসনে বিএনপির জয়লাভের সম্ভাবনা রয়েছে। তবে কে চূড়ান্ত মনোনয়ন পাবেন তা নির্ভর করবে কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর।
সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে, তালা-কলারোয়ার মানুষের কাছ থেকে দূরে রাখতে মিথ্যা মামলায় ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল। কিন্তু তালা-কলারোয়ার মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা ভোলার নয়, তাদের পাশে থেকেই আজীবন সেবা করতে চাই। দল আমাকে আগেও জনগণকে সেবা করার সুযোগ দিয়েছে, আমার পরীক্ষা নিয়েছে। আমি জনগণের সেবা করে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আগামীতেও জনগণকে সেবা করার সুযোগ পাব বলে আমি মনে করি, যদিও বিষয়টি দলের ওপরই নির্ভর করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এবং দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান বলেন, আমি বিগত ৫/৬ বছর ধরে সাতক্ষীরায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রমে জড়িত। জেলার তরুণ নেতৃত্বের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ রয়েছে। দল যদি মনে করে তরুণ নেতৃত্ব এগিয়ে আসুক, তাহলে আগামী নির্বাচনে অংশ নেব।
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুজ্জামান বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি। শুধুমাত্র বিএনপি করার কারণে আমাকে একাধিক বার কারাবরণ করতে হয়েছে। তারপরও মানুষ আমাকে ভালোবেসে দুই বার মেয়র নির্বাচিত করেছে। দল চাইলে বিএনপির মনোনয়ন নিয়েই আগামীতে সাতক্ষীরা-১ আসনে প্রার্থী হবো।
সাংবাদিক আরিফুজ্জামান মামুন বলেন, দল থেকে মনোনয়ন পেলে তিনি অত্র আসন হতে নির্বাচন করবেন।