ডেস্ক রিপোর্ট : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সোহানি কুমারীর স্বামী সাওয়াই সিং-এর ঝুলান্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। হায়দ্রাবাদের জুবিলি হিলসের প্রশাসন নগরীর একটি ফ্ল্যাটে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মৃত্যুর আগে অভিনেত্রীর স্বামী নিজের মুঠোফোনে একটি ভিডিও ধারণ করেছিলেন, যেখানে তিনি উল্লেখ করেছেন তাঁর অতীতের ভুলগুলোর কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
সামাজিকমাধ্যমে দুইজনের পরিচয় হয়। এরপর তাঁদের বন্ধুত্ব প্রণয়ে পরিণত হয়। গত বছরের জুলাই মাসে তাঁদের বাগদান সম্পন্ন হয়। বাগদানের পর থেকে তাঁরা জুবিলি হিলস প্রশাসন নগরের একটি ভাড়া ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন।
ঘটনার দিন সাওয়াই সিং অফিসে যাওয়ার পর সোহানি বাইরে যান। ফিরে এসে তিনি স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
সোহানি কুমারী পুলিশকে জানান যে সাওয়াই সিং তাঁর প্রাক্তন প্রেমিকাকে ভুলতে পারছিলেন না এবং একইসাথে আর্থিক দুশ্চিন্তার মধ্যেও ছিলেন। সোহানির ধারণা, এই সমস্যাগুলোই তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে।
পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং সাওয়াই সিং-এর প্রাক্তন প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ করেছে।