ডেস্ক রিপোর্ট : নগরীর খানজাহান আলী থানার পথের বাজার চেকপোস্ট এলাকা হতে এক কেজি গাঁজাসহ ফাতেমা বেগম ওরফে ফতে (৩৭) নামে একজন গ্রেফতার হয়েছে। একই থানাধীন একই স্থান হতে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন রেজা (৩৭) নামে আরেকজন গ্রেফতার হয়েছে। বুধবার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, গাঁজাসহ গ্রেফতার হওয়া নারী ফাতেমা যশোর জেলার কোতয়ালী থানার বসুন্দিয়া গ্রামের জনৈক আব্দুল গফ্ফার খানের স্ত্রী। অন্যদিকে, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হওয়া সুমন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বলিদাপাড়া গ্রামের মৃত: আব্দুস সামাদ বিশ^াসের ছেলে। পথের বাজার চেকপোস্ট পেরিয়ে আসার সময় তারা গ্রেফতার হয়। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।