ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের শৈলকুপার কাশিনাথপুর পূজা মন্দিরের সামনে থেকে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে। আটকৃত ব্যক্তিরা হলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সলুয়া গ্রামের পারভেজ আলীর ছেলে শাহিন হোসেন ও আব্দুল হালিমের ছেলে খুয়াজ হোসেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে এরা দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে । কাশিনাথপুর পূজা মন্দিরের সামনে গাঁজা বিক্রি করার সময় স্থানীয় জনতারা তাদেরকে গাঁজা সহ আটক করে মালিথিয়া পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে মালিথিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তামিম জানান, গাঁজাসহ পার্শ্ববর্তী পাংশা উপজেলার সলুয়া গ্রামের মাদক ব্যবসায়ী শাহীন ওখুয়াজ নামের দুই জনকে কাশিনাথপুর পূজা মন্দিরের সামনে থেকে গাঁজা বিক্রি করার সময় স্থানীয় জনতারা হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আমি নিয়মিত মাদকদ্রব্য আইনের মামলা দিয়ে তাদের দুই জনকে কোর্টে সোপর্দ করেছি।