সাতক্ষীরা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার সুযোগে অস্থির হয়ে উঠেছে কাঁচামরিচের বাজার। মাত্র একদিনের ব্যবধানে কেজিপ্রতি ১০০ টাকা বেড়ে খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, আগামী কয়েকদিনে দাম ৩০০ টাকাও ছাড়িয়ে যেতে পারে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে গিয়ে দেখা যায়, পাইকারি পর্যায়ে ভারতীয় কাঁচামরিচ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত শনিবারও ছিল মাত্র ১২০ টাকা। আর খুচরা বাজারে এই মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৫০ টাকায়।
সংশ্লিষ্টদের অভিযোগ, দুর্গাপূজার ছুটি এবং আমদানি বন্ধের সুযোগ নিয়ে কারসাজির মাধ্যমে দাম বাড়ানো হয়েছে। আমদানিকারকদের কাগজপত্র অনুযায়ী, ভারত থেকে সব খরচ মিটিয়ে প্রতি কেজি মরিচ বন্দরে আনতে সর্বোচ্চ ৮০-৮৫ টাকা খরচ হয়।
ভোমরা বন্দরের আমদানিকারক মামুন হোসেন জানান, "দুর্গাপূজা উপলক্ষে বন্দর ৫ দিনের জন্য বন্ধ থাকায় মরিচ আমদানিও বন্ধ রয়েছে। কাঁচামরিচ একটি পচনশীল পণ্য, তাই এটি গুদামজাত করার সুযোগ নেই। সরবরাহ কমে যাওয়ায় এবং চাহিদা থাকায় দাম বেড়েছে। আমদানি পুনরায় শুরু হলে দাম আবার কমে আসবে।"
ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, "ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীরা দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন। পূজা শেষে আগামী শনিবার থেকে কার্যক্রম পুনরায় শুরু হলে কাঁচামরিচের বাজার স্বাভাবিক হয়ে আসবে।"