ডেস্ক রিপোর্ট : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম নিবাসী আঃ কাদের সরদার(৩০) কে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট। গ্রেফতারকৃত আঃ কাদের সরদার হাজীগ্রাম নিবাসী হাফিজুল সরদারের প্ত্রু। বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা যায়, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় শনিবার (৪ অক্টোবর-২০২৫) দিবাগত রাত সাড়ে ৩ টায় খুলনা জেলাস্থ দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের ২ নং হাজীগ্রাম বেলে ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। উক্ত অভিযানকালে দিঘলিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী কাদের সরদার (৩০) কে ১১ পিচ ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মাদকসহ আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানের দিঘলিয়া থানার পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিঘলিয়া থানায় মামলা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।