ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সাতক্ষীরা জেলা শাখা শ্যামনগর উপজেলার ০৪ নং নূরনগর ইউনিয়ন শাখার ০৩ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ শাহজালালকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করেছে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ওয়ার্ডের নতুন নেতা নির্বাচন অনুষ্ঠানে মোঃ শাহজালাল পুনরায় দ্বিতীয়বার ভোট প্রদানের চেষ্টা করেন। এই ঘটনায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বাধা দিলে কেন্দ্রের মধ্যে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জেলা বিএনপি এ ঘটনার জন্য কাউন্সিলারের কর্মকাণ্ডকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থী হিসেবে অভিহিত করেছে। জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। দল এ ধরনের কোন অনৈতিক কর্মকান্ডের প্রশ্রয় দেয় না। সংশ্লিষ্ট সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে।”জেলা বিএনপি আশা করছে, সাময়িক বহিষ্কার ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়ার শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।