সাতক্ষীরা প্রতিনিধি : বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের আওতাধীন কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টারে ভ্রমণপিপাসু মানুষের ঢল নেমেছে। শারদীয় দুর্গোৎসবের আমেজ কাটিয়ে ভিন্ন স্বাদে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকরা ভিড় জমাচ্ছেন নীলডুমুর ও মুন্সিগঞ্জ ট্রলার ঘাটে।
পর্যটকরা নৌ ঘাটে পৌঁছে ট্রলার করে প্রবেশ করছেন কলাগাছিয়া ইকো-ট্যুরিজম স্পটে। সেখানে তারা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী এবং নদ-নদীর মোহনীয় দৃশ্য উপভোগ করছেন। অনেকে পরিবার-পরিজন নিয়ে আসায় এলাকাটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও সাতক্ষীরা জন টুরিস্ট পুলিশের সদস্যরা দিনভর দায়িত্ব পালন করছেন। বিশেষ করে নৌযান চলাচলে নিয়ম-কানুন মানা, বন্যপ্রাণী ও বনজ সম্পদ সংরক্ষণ এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি চালানো হচ্ছে।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীর পক্ষে মোবারক হোসেন ও মিলন গাজী জানান, দুর্গাপূজার ছুটি ঘিরে প্রতিবছরই পর্যটকের চাপ বাড়ে। এতে তাদের ব্যবসায়িক কার্যক্রমও প্রাণ ফিরে পায়।
কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টারে আগত পর্যটক সাতক্ষীরা সুলতানপুর এলাকার ইত্তিক বলেন,“দুর্গাপূজার ছুটিতে এখানে এসে মন ভরে গেল। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অনন্য। তবে পর্যটকদের জন্য আরও কিছু আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত হলে অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হতো।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে জিয়াউর রহমান বলেন, প্রতিবছর দুর্গাপূজার পরে দুই থেকে তিন দিন সুন্দরবন কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টারে পর্যটকদের ভীড়জমে থাকেন, তবে আমরা এই সময়ে পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য করা হয় বিশেষ ব্যবস্থা।
সাতক্ষীরা জোন টুরিস্ট পুলিশ এর সদস্য মফিজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন দুর্গাপূজা সহ বিশেষ বিশেষ দিনে পর্যটকদের ভীড় জমে শ্যামনগরের সুন্দরবন এলাকায়, তবে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে প্রতিনিয়ত কাজ করেন সাতক্ষীরা জন টুরিস্ট পুলিশ। আমরা তারই ধারাবাহিকতায় আজ যেভাবে পর্যটকের ঢল নেমেছে সুন্দরবন এলাকায় আমরা তাদের নিরাপত্তার সাথে আমাদের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
নীলডুমুর ও মুন্সিগঞ্জ ঘাট হয়ে সুন্দরবনে প্রবেশ করা যায় সহজে। ফলে প্রতি উৎসব মৌসুমে এ অঞ্চলে পর্যটকের ভিড় বেড়ে যায় বহুগুণে।