কয়রা প্রতিনিধি : কয়রা উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, সমাধান ও উন্নয়নের পরিকল্পনা বিষয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বৈঠকের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন “উপকূল ও সুন্দরবন সুরক্ষা আন্দোলন”। সংগঠনটির আহ্বায়ক এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, কয়রা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াসাদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন আর রশিদ, প্রভাষক আব্দুল কাইয়ুম, ইউপি সদস্য আবু হাসান প্রমুখ। বক্তারা বলেন, কয়রার উন্নয়নের জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ, কৃষি বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশের কোনো বিকল্প নেই। তারা বলেন, উপকূলীয় এই অঞ্চলের মানুষকে জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে রক্ষা করতে হলে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বক্তারা আরও বলেন, কয়রার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে পরিবেশবান্ধব পরিকল্পনা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবহারের মাধ্যমে কয়রাকে একটি স্বনির্ভর মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।