তালা প্রতিনিধি : যুব সমাজের মিলনমেলা ও শিক্ষাসংক্রান্ত অনুষ্ঠানের জন্য সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার একমাত্র অডিটোরিয়াম এখন জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একাধিবার সংস্কারের প্রতিশ্রুতি দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। অনুসন্ধানে জানা গেছে, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আফতাব উদদীন পাটকেলঘাটা হাইস্কুলের মধ্যে একটি অডিটোরিয়াম নির্মাণের পরিকল্পনা করেন। স্কুলের জমিদাতা ও শিক্ষকসহ ১০সদস্যের বাস্তবায়ন কমিটি অডিটোরিয়ামের কাজ সম্পন্ন করে। এক হাজার দর্শক ধারণক্ষমতা বিশিষ্ট অডিটোরিয়ামটি ১৯৮০ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রথম দিকে অডিটোরিয়ামটি রাজনৈতিক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন প্রোগ্রামের জন্য সকলের জন্য উন্মুক্ত ছিল। ১৯৯৬ সাল থেকে বিদ্যালয় থেকে নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তরিত হওয়ার পর লোকজন প্রোগ্রাম আয়োজনের জন্য অনুমতি নিতে বাধ্য হন। এরপর ধীরে ধীরে অডিটোরিয়ামের অবস্থার অবনতি ঘটে। টিনের চাল নষ্ট হওয়ায় পানি পড়ে, স্টেজ নোংরা হয়ে যায় এবং ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ২০০৮ সালে সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান নির্বাচিত হওয়ার পর সংস্কারের উদ্যোগ নেন। ২০১১সালে প্রকল্পের জন্য দুই লাখ টাকা বরাদ্দ হলেও সংস্কার আংশিকভাবে হয়ে। এ সময় কিছু টাকার অপব্যবহার নিয়ে বিতর্ক দেখা দেয়। পরবর্তীতে বিএনপি ও জাতীয় পার্টি সরকারের সময়েও অডিটোরিয়ামটি সংস্কারের দিকে তেমন নজর দেওয়া হয়নি। স্থানীয়রা জানান, অডিটোরিয়ামটি নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে। দীর্ঘদিন এটি রক্ষণাবেক্ষণের কোন উদ্যোগ নেই। পাটকেলঘাটা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ফান্ডে সংস্কারের জন্য অর্থ নেই। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার জানিয়েছেন, বর্তমানে সরকারি ফান্ডে তেমন কোন অর্থ নেই। অর্থ পেলে বিষয়টি দেখার চেষ্টা করা হবে।