চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের আক্কাছ আলী মীর নামের এক ব্যক্তি তার ছেলে রাকিবুল হাসান রাজু মীরকে হত্যাচেষ্টা ও অপহরণের অভিযোগ তুলেছেন স্থানীয় যুবলীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে চিতলমারী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, গত ৬ অক্টোবর যুবলীগ নেতা একরাম শেখ (এসকেন) ও তার লোকজন তার ছেলেকে প্রাণনাশের হুমকি দেয়। পরদিন ঢাকাগামী তুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে যাওয়ার সময় ঢোলাইপাড় এলাকায় একরামের ভাই ঢাকা উত্তর শ্রমিক লীগ নেতা সাদ্দাম শেখসহ কয়েকজন তার ছেলেকে মারধর করে, গলায় দা ধরে হত্যার হুমকি দেয় এবং ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি দাবি করেন, যাত্রীদের সহায়তায় এবং এক সেনা সদস্যের উপস্থিতিতে রাকিবুল প্রাণে বেঁচে যান। অভিযুক্তরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত বলেও তিনি অভিযোগ করেন। প্রতিবন্ধী আক্কাছ আলী মীর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।