ডেস্ক রিপোর্ট : নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের আরো ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান জানান, নওগাঁর সাবেক এমপি ওমর ফারুকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার অন্য পাঁচজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
সংবাদমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় তালেবুর রহমান জানান, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া দেশ ছাড়েন কার্যক্রম নিষিদ্ধ দলটির অনেক শীর্ষ নেতাও। যারা পালাতে পারেননি তারা দেশেই আত্মগোপনে থাকেন। এদের মধ্যে কয়েকজন মন্ত্রীসহ বেশ কয়েকজন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এখনো মাঝেমধ্যে অনেকে গ্রেফতার হচ্ছেন। এবার গ্রেফতার হলেন নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক।