পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাসকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে খুলনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করলে শুনানিন্তে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আনন্দ মোহন বিশ্বাস কে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য গত ১৭ জুলাই পাইকগাছা থানায় দায়েরকৃত ১০/২৫ নং রাজনৈতিক মামলার আসামি হিসেবে আদালতে আত্মসমর্পন করেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে থানায় ৩ টি রাজনৈতিক মামলা হয়। সবকটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।