ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর আর্জেন্টিনা এবার প্রস্তুত হচ্ছে শিরোপা ধরে রাখার জন্য। সে লক্ষ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে লিওনেল স্কালোনির শিষ্যরা। অক্টোবরের ফিফা উইন্ডোতে আলবিসেলেস্তেরা খেলবে দুইটি ম্যাচ যার প্রথমটিতে আজ মাঠে নেমেছিল দলটি। লিওনেল মেসি ও তরুণ ফ্রাঙ্কো মাসতানতুয়োনোকে ছাড়াই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন জিওভান্নি লো সেলসো। তাঁর একমাত্র গোলেই জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা।
ভেনেজুয়েলার বিপক্ষে এ ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে খেলেছে আর্জেন্টিনা। তরুণ ফুটবলারদের ছন্দময় ফুটবলে বেশ কয়েকবার আক্রমণে যায় দলটি। তরুণ নিকো পাজ দারুণ এক শটে প্রায় গোল করেই ফেলেছিলেন, কিন্তু ভেনেজুয়েলার গোলরক্ষক সেটি ফিরিয়ে দেন, পরে বল পোস্টে লেগে ফিরে আসে। অল্প সময়ের মধ্যেই পাল্টা আক্রমণে ভেনেজুয়েলা গোলের সুযোগ পেয়েছিল। আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে বল গোলবারের সামনে পৌঁছায়, কিন্তু খালি পোস্টে থেকেও সেটি জালে জড়াতে পারেনি তারা।
এর ঠিক পরেই ম্যাচের ৩১ মিনিটে জুলিয়ান আলভারেজের পাস থেকে লাউতারো মার্টিনেজ বল দেন লো সেলসোকে, আর তিনিই নিখুঁত ফিনিশিংয়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ১–০ তে। জাতীয় দলের জার্সিতে এটি ছিল লো সেলসোর চতুর্থ গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে কোচ লিওনেল স্কালোনি বদলি হিসেবে মাঠে নামান নিকোলাস গনসালেসকে, তুলে নেন টালিয়াফিকোকে। কিছুক্ষণ পর নিকো পাজ আবারও দূরপাল্লার এক শটে গোলের চেষ্টা করেন, তবে ভেনেজুয়েলা গোলরক্ষক সেটিও ঠেকিয়ে দেন।
পরে লিয়ান্দ্রো পারেদেসের বদলে মাঠে নামানো হয় জুলিয়ানো সিমিওনেকে। এরই মধ্যে একবার ক্রসবারে লেগে গোল হাতছাড়া করে ভেনেজুয়েলা। স্কালোনি এরপর একসঙ্গে তিনটি পরিবর্তন করেন—রদ্রিগো দে পল, লিওনার্দো বালারদি ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে মাঠে নামান, তুলে নেন আলভারেজ, নাহুয়েল মোলিনা ও এনজো ফের্নান্দেজকে।
শেষ দিকে আক্রমণে কিছুটা গতি আসে। জুলিয়ানো সিমিওনে নিচু পাসে বল পাঠান ডি-বক্সে, কিন্তু নিকো পাজ সেটিতে পৌঁছাতে পারেননি। লাউতারো মার্টিনেজ কাছ থেকে শট নেন, কিন্তু তাতেও গোলরক্ষকের দুর্দান্ত সেভ। ম্যাক অ্যালিস্টারও দূর থেকে এক শট নেন, সেটিও গোলরক্ষক রুখে দেন। ফ্রি-কিক পেয়ে এবার দায়িত্ব নেন দে পল। তাঁর ক্রসে একেবারে ফাঁকা অবস্থায় বল পান লিওনার্দো বালারদি, কিন্তু হেডটি চলে যায় পোস্টের বাইরে।
শেষ পর্যন্ত লো সেলসোর একমাত্র গোলে ১–০ ব্যবধানেই জয় পায় আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার মায়ামিতে তাদের পরবর্তী ম্যাচ পুয়ের্তো রিকোর বিপক্ষে।