দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের হাজী বাড়িতে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পিছলে পড়ে বায়েজিত মুনতাহা হাওলাদার(১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত বায়েজিত একই এলাকার শফিক হাওলাদারের ছেলে এবং মধ্যগুলি আউলিয়াপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র ছিল।
জানা যায়, গত শুক্রবার দুপুরের খাবার খেয়ে বায়েজিত মাঠে খেলতে যায়। এরই মধ্যে পাশের হাজি বাড়ির শামিম মিয়ার স্ত্রী নিলুফা ঐ শিশুটিকে তার নিজের গাছের সুপারী পারতে নিয়ে যায়। এক পর্যায়ে গাছের মাথায় সুপারি ধরতে গিয়ে অসাবধানতায় পিছলে গাছের নিচে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন। দশমিনা থানায় এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।