চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাট জেলার চিতলমারী থানার ইতিহাসে রচিত হলো এক নতুন অধ্যায়। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই থানায় প্রথমবারের মতো অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন একজন নারী পুলিশ কর্মকর্তা — মিসেস রোকেয়া খানম।
তাঁর দায়িত্ব গ্রহণে থানার প্রশাসনিক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী।
যোগ্য, দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত রোকেয়া খানমের এই পদায়নকে স্বাগত জানিয়েছে চিতলমারী প্রেসক্লাবসহ সর্বস্তরের মানুষ। প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, “নারী নেতৃত্ব মানেই শুধু পরিবর্তন নয়, বরং সহানুভূতি, দৃঢ়তা ও মানবিক মূল্যবোধের সমন্বয়।”
বক্তারা বলেন, একজন নারী কর্মকর্তার নেতৃত্বে থানার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে; বাড়বে জনগণের আস্থা ও নিরাপত্তাবোধ।
চিতলমারীবাসীর প্রত্যাশা— নতুন ওসি রোকেয়া খানমের নেতৃত্বে চিতলমারী শিগগিরই মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত হবে।
তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি, দৃঢ় প্রশাসনিক দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে চিতলমারী থানা বাগেরহাট জেলার মধ্যে আদর্শ পুলিশিংয়ের মডেল হিসেবে গড়ে উঠবে— এমনটাই বিশ্বাস স্থানীয়দের।
চিতলমারী প্রেসক্লাবের পক্ষ থেকে ওসি রোকেয়া খানমকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জনগণের সহযোগিতা ও পুলিশের নিষ্ঠার সমন্বয়ে নারী নেতৃত্বে গড়ে উঠুক একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত চিতলমারী— এই প্রত্যাশাই সবার।