মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুসহ সব ধরণের রোগীদের সেবার মানোন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও ঢাকা শিশু হাসপাতালের সহকারী পরিচালক এলিজা শারমিন মুন্নি নিজ অর্থায়নে ফটোথ্রারাপি মেশিন, ব্লাড প্রেসার মেশিন, পালস অক্সিমিটার, থার্মোমিটার ও ব্লাড গ্লুকোজ মিটার সহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করেছেন। রোববার সকালে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাকিল সারোয়ারের হাতে এ চিকিৎসা সরঞ্জামাদি তুলে দেন মুন্নী। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাইসুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো: ফেরদৌস ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান আকন, উপজেলা বিএনপি নেতা মোঃ রনি মুন্সি, মঠবাড়িয়া উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাকিল সরোয়ার বলেন শিশুদের চিকিৎসার জন্য ফটোথ্রাপি মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মেশিনটি না থাকায় শিশুদের কাঙ্খিত সেবা প্রদান করা যাচ্ছিল না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফটোথ্রাপি মেশিন সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ করায় স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষ থেকে তিনি মহিলা দল নেত্রীকে ধন্যবাদ জানান।