ডেস্ক রিপোর্ট : রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ন্যায্য দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের রাস্তায় নামতে হবে না। এ সময় তিনি শিক্ষকদের ন্যায্য দাবি সরকারকে অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান।
আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আয়োজিত মহাসমাবেশে এসব কথা জানান তিনি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষক সমাজের ন্যায্য দাবি পূরণে বিএনপি সবসময় শিক্ষকদের পাশে আছে। শিক্ষকদের আন্দোলন সরকার অবজ্ঞা করতে পারে না। এমপিওভুক্ত শিক্ষকদের দাবি বাস্তবায়ন রাষ্ট্রের দায়বদ্ধতার অংশ।
তিনি আরও বলেন, শিক্ষকরা আজ আমরণ অনশনে রয়েছেন— এটি জাতির জন্য লজ্জার বিষয়। সরকারের উচিত তাদের তিন দফা দাবি মেনে নেওয়া।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি সরকার গঠন করলে সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শিক্ষকদের নয়দিন ধরে সুশৃঙ্খলভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত শিক্ষকদের শ্রেণিকক্ষে না ফেরার পরামর্শ দেন।
নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। তারা সরকারের বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন।
এর আগে রোববার শিক্ষকদের ভুখা মিছিল পুলিশি বাধার মুখোমুখি হওয়ার পর শিক্ষক নেতারা আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেন। শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি ছাড়াও গণঅধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেছে। শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।