মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার নামে ছয় সন্তানের জনক এক বৃদ্ধ ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম হাওলাদার (৭০) বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে। এঘটনায় থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত সন্দেহে রাজু সহ তিন জনকে গ্রেফতার করে। এদিকে সোমবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আলম হাওলাদার তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। স্থানীয়দের ধারণা, দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়াতে কেন্দ্র করে মাদকাসক্তরা এ হত্যাকন্ড ঘটিয়েছে।
নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার বলেন, ব্যবসায়িক লেনদেনের কারণেই তার বাবাকে হত্যা করা হয়েছে। মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, এঘটনায় সোমবার সকালে নিহতের ছেলে সরোয়ার এজাহার নামীয় ৪জনসহ অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।