প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৪:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
মধুমেলা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
যশোর অফিস : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আসন্ন মধুমেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রুহুল আমিন,যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা,কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় মধুমেলা আয়োজনের স্থান,কর্মসূচি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে মধুমেলা সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত