ডুমুরিয়া প্রতিনিধি : “শিক্ষক অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি” এ শ্লোগানকে সামনে রেখে উপজেলার আন্দুলিয়া এসজে কিন্ডার গার্টেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ আক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় এ সমাবেশ। এসজে কিন্ডার গার্টেনের পরিচালক এ এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কলেজের শিক্ষক (অবঃ) অধ্যাপক এ এম মোস্তফা জামান। প্রধান আলোচক ছিলেন আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদরাসার সহঃ সুপারিনটেনডেন্ট ও দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী। অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, বিশিষ্ট সমাজসেবী এ এইচ এম আবুল খায়ের, বিশিষ্ট শিক্ষাসেবী চণ্ডিদাস দেওয়ান, গাজী নূর আলী, বিল্লদাস সাহা, অধ্যক্ষ বিলকিস তারানা, সাংবাদিক জি এম ফিরোজ, হুমায়ুন কবীর খান প্রমুখ।