প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ৮:০৪ পূর্বাহ্ণ
“মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ: নিজামদ্দিন অমিত
যশোর অফিস : জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য, খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক ও যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত।
বক্তব্যে তিনি বলেন, “দেশের মানুষ যখন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায়, তখন তারা সংবিধানের দোহায় দেয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব বিষয়ে সংবিধান মানলে এই অন্তর্বর্তী সরকারও অবৈধ।” তিনি আরও বলেন, “দিল্লি সরকারের আধিপত্যে হাসিনার অপরাজনীতি আর চলবে না। নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ।
তিনি আরও বলেন, “বিএনপি-জামায়াতসহ সব গণতন্ত্রকামী শক্তিকে বাইরে রেখে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিয়ে আবারও প্রহসনের নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। জনগণ ইতোমধ্যেই তাদের অপরাজনীতি নিষিদ্ধ করেছে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, দপ্তর সম্পাদক ডা. রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী জাবেদ, সহ-প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুর হাসান রাব্বু, এবং জেলা নেতৃবৃন্দ শাহাজাদা ইমরান, প্রতাপ বিশ্বাস, মঞ্জুর রহমান, রেজোত্তয়ান বাবু, রিয়াজ হোসেন, মিলন হোসেন সুরুজ খান, সোহানুর রহমান সোহেল প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত