তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হরুরমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আঁখি শেখ। সভায় প্রধান অতিথি ছিলেন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রেজোয়ান আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এম মতিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) স্বপন ব্যাপারী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, নির্বাচন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক, ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা মঞ্জুরুল কবীর, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ তৌফিক ওমর, ইউপি চেয়ারম্যান যথাক্রমে এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন, কৃষ্ণ মেনন রায়, শেখ মোঃ মোহসীন ও বুলবুল আহমেদ, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, দারিদ্র বিমোচন কর্মকর্তা আরুফা খাতুন, তথ্য আপা তাছলিমা খাতুন, প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মাওলানা শারাফাত হোসেন, সুপার মাওলানা মাহবুবুর রহমান। পরে সহকারী কমিশনার আঁখি শেখের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।