ডেস্ক রিপোর্ট : মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি বোট উল্টে রিয়ানা আবজাল (২৮) নামের এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের সন্ধানে বনবিভাগের সদস্য ও স্থানীয়রা নদীতে তল্লাশি চালাচ্ছেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, সুন্দরবনের ঢাংমারী এলাকার ‘ম্যানগ্রোভ ভেলী’ রিসোর্টে পরিবারসহ রাত কাটানোর পর সকালে ১৩ জন পর্যটক একটি ছোট বোটে করে করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন।
বেলা সাড়ে ১১টার দিকে বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তা উল্টে যায়। এতে সবাই নদীতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় ১২ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন রিয়ানা আবজাল।
নিখোঁজ রিয়ানার বাবা আবুল কালাম আজাদ জানান, একটি নৌবাহিনীর জাহাজের ঢেউয়ের আঘাতে তাদের বোটটি উল্টে যায়। বোটে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন নিরাপদে উঠতে পারলেও তার মেয়ে নিখোঁজ রয়েছেন।
রিয়ানা আবজাল বাংলাদেশের বিমান বাহিনীতে পাইলট হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি আমেরিকায় প্রবাসী হন। বর্তমানে তিনি ঢাকার উত্তরায় বসবাস করতেন। তাদের বাড়ি বরিশালে।
এ ঘটনায় বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে।