বিজ্ঞপ্তি : খুলনা ২ আসনে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল এবং খুলনা ১ আসনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ কে দলীয় সংসদ সদস্য প্রার্থী ঘোষণা দেয়ায় গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির উদ্যোগে শনিবার বিকেল ৫টায় জেলা কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুগ্ম আহবায়ক টিপু সুলতান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ। বক্তব্য রাখেন দলের জেলা সদস্য কবি নাজমুল তারেক তুষার, সাগর চ্যাটার্জী, কাইয়ুম শরীফ জনি প্রমুখ।