চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় জগদীশপুর ইউনিয়ন আড়কান্দী ১৬ প্রহর মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যা মঙ্গলঘট স্থাপন প্রদীপ প্রজ্জলন ও শ্রী শ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস কীত্তন ও ভগবত পাঠ। গত বৃহস্পতিবার থেকে গত শুক্রবার মহানাম সংকীত্তন ভোর বেলা পর্যন্ত অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার মহানাম সমাপনান্তে, কুঞ্জভঙ্গ ও নগর পরিক্রমা এবং মাধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ আরাধবা ও মহাপ্রসাদ বিতারণের মধ্যে নাম সংকীর্তন ও ১৬ প্রহার মহানাম যজ্ঞ অনুষ্ঠান সম্পত্তি ঘটে। মহানামযজ্ঞ টি সার্বিক পরিচালনা করেন সভাপতি বাসুদেব বসু, সাধারণ সম্পাদক বাবলু রায।উপজেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত অফিস প্ররিচালনা করেন বিশ্বজিৎ বসু ও চঞ্চল বসু সহ মাহানামযজ্ঞ সদস্য সার্বিক সহযোগিতা করেন।