কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরা-৩ (কালিগঞ্জুআশাশুনি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. শহিদুল আলমের মনোনয়েন দাবিতে টানা পঞ্চম দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কালিগঞ্জ উপজেলা বাস টার্মিনাল সংলগ্ন তারালি রাস্তার মোড় থেকে শুরু হয়ে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মনোনয়ন চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে কালিগঞ্জ ডাকবাংলা মোড়ের বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান, সঞ্চালনা করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় বক্তব্য রাখেন শেখ নুরুজ্জামান, খায়রুল আলম, হাসান আলী, মিলন সরদার, আলাউদ্দিন সোহেল, রাজু আহমেদ জাকির, সেলিম হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।