যশোর প্রতিনিধি : যশোরে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ টিমের পুলিশ সদস্যরা অভিযানে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে আটক করেছে।
যশোর ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা,রফিকুল ইসলাম ফুলকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। রাত ১০ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
অন্যদিকে কোতোয়ালি থানার পুলিশের চৌকস কর্মকর্তা এসআই দেবাশীষ হালদারের নেতৃত্বে একটি টিম বিমান অফিস মোড় থেকে রাত ১১টার দিকে আটক করেন রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে। আটক ঢোলের বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজি দাঙ্গা হাঙ্গামা সহ প্রায় ডজন মামলা রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন,দুজনকেই বর্তমানে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।