প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ২:৩৭ অপরাহ্ণ
খুলনায় দুই সাংবাদিকের উপর হামলায় কয়রা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ
কয়রা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মনিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় কয়রা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকের উপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথে কোনো বাধা সহ্য করা হবে না।
সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, প্রবীণ বিএনপি নেতা আকবার হোসেন, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক নিতিশ সানা, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সদস্য ইমতিয়াজ উদ্দিন, তরিকুল ইসলাম, সিরাজুদ্দৌলা লিংকন, মোস্তফা রিজওয়ান হোসেন, মাসুম বিল্লাহ, কোহিনূর আলম, ফরহাদ হোসেন প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত