চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে স্টিল ব্রিজ এলাকা থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা। উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন শিপন মুন্সি, নওয়াব আলী শেখ, মো. গাউস কাজী, মো. জাহিদ শেখ, নিয়ামত আলী খান, কাশিনাথ বৈরাগী, শহীদ শেখ, জবরুল শেখ, রাজু খানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।