পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা - ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতীক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা ও পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ সহযোগি সংগঠের উদ্যোগে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদীয় আসনের বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের ছিনিয়ে আনতে হবে। এজন্য সাংগঠনিক কাঠামো মজবুত করতে হবে। দলের মধ্যে বিভাজন থাকলে চলবে না। বিগত বছরে বিএনপির কেউ চাকরি পাই নাই, সহোযোগীতি পাই না। বিএনপি ক্ষমতায় থাকলেও দ্বারে দ্বারে ঘুরছেন। জোটবদ্ধ হয়ে জামায়াত পাঁচটি বছর ক্ষমতায় থাকলেও তারা উন্নয়নে বাজেট আনতে পারেন নাই, দিতে পারেন নাই। পাইকগাছাবাসী উন্নয়ন চায়, আমরা জাতীয় সংসদে কথা বলবো, এলাকার উন্নয়ন করবো। আমাদের মধ্যে মতপার্থক্য আছে, ভেদাভেদ থাকবে, একটি পদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু ভোট ধানের শীষে দিব। রবিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি অতিথির বক্তৃতা বাপ্পী এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল মান্নান মিস্ত্রী, উপজেলা যুগ্ম আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন ও সাজ্জাদ হোসেন মানিক। উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হক ও পৌর সেক্রেটারি কামাল আহমেদ সেলিম নেওয়াজ এর সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপি নেতা আবু তালেব, অ্যাড. একরামুল হক বিশ্বাস, সরদার ফারুক আহমেদ, পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, এসএম মোহর আলী, মেছের আলী সানা, মাষ্টার মুজিবুর রহমান, ইমরান সরদার, ওবায়দুল্লাহ সরদার, আবু হুরায়রা বাদশা ও নাজমুল হুদা মিন্টু। সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।