দাকোপ (খুলনা) প্রতিনিধি : সুন্দরবনে কোস্ট গার্ডের দীর্ঘ অভিযানে নিখোঁজ রিয়ানা আজাদ (২৮) পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চলমান ৩দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর গতকাল সোমবার সকাল ৭টায় কোস্ট গার্ড মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় উক্ত নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। সোমবার দুপুর সাড়ে ১২টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। ওই নারী পর্যটক ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টরের চালাবন ১ নম্বর রোর্ড এলাকার তাওহিদুল ইসলামের স্ত্রী। উল্লেখ্য গত শনিবার বেলা দেড়টার দিকে সুন্দরবনে ভ্রমন শেষে ফেরার পথে খুলনার দাকোপে ঢাংমারী নদীতে প্রবল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী জালি বোর্ড উল্টে ওই নারী নিখোঁজ হন। এসময়ে স্থানীয়দের সহায়তায় ১৩ জন টুরিস্টকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তী ব্যবস্থা গ্রহণে চাঁদপাই নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান।